লিবিয়ার উপকূলে ফের অভিবাসীবাহী নৌকা ডুবি, নিহত ৩৭
লিবিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে ফের নৌকা ডুবে কমপক্ষে ৩৭ জন অভিবাসন প্রত্যাশী শরণার্থীর মৃত্যু হয়েছে। রোববার রেড ক্রিসেন্টের স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সের।
রেড ক্রিসেন্টের ত্রিপোলির এক মুখপাত্র মোহাম্মদ আল-মিসরাতি জানান, খোমস বন্দরের কাছে অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় সাতজনের মৃতদেহ পাওয়া গেছে। তবে কতজন অভিবাসী নৌকাটিতে ছিল, সে ব্যাপারে বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই।
ওই মুখপাত্র আরও বলেন, “পরবর্তী সময়ে জেলেরা খোমসের কাছে একই এলাকায় ৩০টি মৃতদেহের সন্ধান পান। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”
এর তিন দিন আগে গত বৃহস্পতিবার একই উপকূলে প্রায় ৫০০ অভিবাসীবাহী দুটি নৌকা ডুবে কমপক্ষে ২০০ লোকের মৃত্যু হয়।
অভিবাসন প্রত্যাশী শরণার্থী সংকট মোকাবিলায় আগামী দুই সপ্তাহের মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইউনিয়নভুক্ত ২৮ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা আগামী ১৪ সেপ্টেম্বর সঙ্কট উত্তরণের পথ খুঁজতে এই জরুরি বৈঠকে বসবেন।
নিউজবাংলাদেশ.কম/এসজে/এজে
নিউজবাংলাদেশ.কম








