News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৮, ১ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ০৭:৪১, ১৮ জানুয়ারি ২০২০

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৬

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩১ জন।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার উপজাতি এলাকা জমরুদ শহরে স্থানীয় সরকার কার্যালয়ের সামনে মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে। দেশটির সরকারি কর্মকর্তারা এটি নিশ্চিত করেছে। খবর এএফপি।

খাইবার অঞ্চলের শীর্ষ প্রশাসনিক কর্তকর্তা শাহাব আলী শাহ বলেন, ‘আত্মঘাতী বোমা হামলাকারী স্থানীয় সরকার কার্যালয়ের সামনে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে কমপক্ষে ৬ জন নিহত ও ৩১ জন আহত হয়।’

তিনি আরও জানান, নিহতদের মধ্যে চার উপজাতি পুলিশ সদস্য রয়েছে। এছাড়া আহতদের মধ্যেও পুলিশের ১৫ সদস্য আছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক।

তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে সংশ্লিষ্ট অঞ্চলে সাধারণত তালেবান ও বিভিন্ন ইসলামী জঙ্গি গ্রুপ স্থানীয় সরকার কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে থাকে।

উল্লেখ্য, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে সাতটি আধা-স্বায়ত্তশাসিত উপজাতি জেলা রয়েছে। এসব অঞ্চলে গত এক দশক ধরেই
পাকিস্তানের সামরিক বাহিনী তালেবান ও বিভিন্ন ইসলামী জঙ্গি গ্রুপের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়