ভেনেজুয়েলায় কারাগারে অগ্নিকাণ্ডে ১৭ জন নিহত
ভেনেজুয়েলার একটি কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১১ জন। নিহত ব্যক্তিদের মধ্যে আটজন নারী ও নয়জন পুরুষ রয়েছে। সোমবার অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
দেশটির সরকারি বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ভেনেজুয়েলার কারাবোবো রাজ্যের তোকিইতো নামের কারাগারে আগুনে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের প্রদেশটির রাজধানী ভ্যালেন্সিয়ার একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রাথমিকভাবে, আগুনের সূত্রপাত সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। তবে কয়েদিদের ভাষ্য, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
ভেনেজুয়েলার কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি কয়েদি রয়েছে বলে অভিযোগ রয়েছে। অগ্নিকাণ্ডে হতাহতের এ ঘটনায় কারা অধিকার গোষ্ঠী উইন্ডো টু ফ্রিডমের পরিচালক কারলোস নিয়েতো কারাগার কর্তৃপক্ষকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘কর্তৃপক্ষের অবহেলার কারণে এমনটি ঘটেছে।’ তবে এ ব্যাপারে কারা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








