News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫০, ১ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ০৭:৪১, ১৮ জানুয়ারি ২০২০

‘পুরোপুরি ধ্বংস হয়েছে’ পালমিরার বেল মন্দির

‘পুরোপুরি ধ্বংস হয়েছে’ পালমিরার বেল মন্দির

সিরিয়ার প্রাচীন নগরী পালমিরার গুরুত্বপূর্ণ স্থাপনা বেল মন্দির পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। একটি স্যাটলাইট ছবিতে তা নিশ্চিত হয়েছে।

এর আগে সিরিয়ার পুরাতত্ত্ব বিভাগের প্রধান জানিয়েছিলেন, দুই হাজার বছরের পুরনো ওই নিদর্শনের মূল কাঠামো অক্ষত রয়েছে।

কিন্তু জাতিসংঘের অপারেশনাল স্যাটেলাইট অ্যাপ্লিকেশনস প্রোগ্রামস (ইউএনওএসএটি) বলেছে, স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, মন্দিরের কিছুই আর অবশিষ্ট নেই।
ইসলামিক স্টেট

ইউএনওএসএটির ব্যবস্থাপক এইনার বোর্গো মঙ্গলবার বলেছেন, “দুর্ভাগ্যবশত আমরা যে ছবিগুলো পেয়েছি, তাতে দেখা যায়, মন্দিরের মূল ভবনটি ধ্বংস হয়ে গেছে।”

সোমবার সিরিয়ার পুরাতত্ত্ব ও জাদুঘর বিভাগের প্রধান মামোন আবদুলকরিম বলেছিলেন, বেল মন্দির একটি বড় ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে।

কিন্তু তার বিশ্বাস ছিল, এ নিদর্শনের বেশিরভাগ অংশ এখনো অক্ষত রয়েছে।

গত সপ্তাহে পালমিরার আরেক স্থাপনা বালশামিন মন্দির গুঁড়িয়ে দেওয়া হয়। ইউএনওএসএটি সোমবার স্যাটেলাইট ছবি প্রকাশ করে, যাতে বালশামিন মন্দিরের ধ্বংসের ব্যাপকতা দেখা যায়।

গত মে মাসে ইসলামিক স্টেট পালমিরা দখলে নেয়। এর পর মন্দিরগুলোতে ধ্বংসযজ্ঞ চালায় বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়