News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১১, ৩১ আগস্ট ২০১৫
আপডেট: ০৭:৪১, ১৮ জানুয়ারি ২০২০

চীনে গুজব ছড়ানোর অভিযোগে ১৯৭ জনকে আটক

চীনে গুজব ছড়ানোর অভিযোগে ১৯৭ জনকে আটক

চীনে অনলাইনে গুজব ছড়ানোর অভিযোগে ১৯৭ জনকে আটক করা হয়েছে। সাম্প্রতিক শেয়ার বাজার ধস ও তিয়ানজিনের প্রাণঘাতী বিস্ফোরণ নিয়ে অনলাইনে গুজব ছড়ানোর অভিযোগে চীনা কর্তৃপক্ষ তাদের আটক করে।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা শিনহুয়ার বরাত দিয়ে বিবিসি সোমবার এই খবর জানিয়েছে। আটককৃতদের মধ্যে একজন সাংবাদিক এবং শেয়ার বাজারের কিছু কর্মকর্তা রয়েছেন।

প্রসঙ্গত, অব্যাহত দরপতনে চীনের শেয়ার বাজারের সূচক গত সপ্তাহে শতকরা আট ভাগ কমে যায়। অন্যদিকে তিয়ানজিনে ভয়াবহ বিস্ফোরণে দেড়শ জন নিহত হয়।

কিন্তু অনলাইনে গুজব ছড়িয়ে পড়ে দরপতনের শিকার হয়ে একজন শেয়ার বিনিয়োগকারী ছাদ থেকে লাফ দিয়েছে আত্মহত্যা করেছেন এবং তিয়ানজিনের বিস্ফোরণে তেরশো মানুষ মারা গেছে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়