News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৫, ৩১ আগস্ট ২০১৫
আপডেট: ০৭:৪১, ১৮ জানুয়ারি ২০২০

অভিবাসন প্রত্যাশী শরণার্থী সংকট মোকাবিলায় জরুরি বৈঠকে বসছে ইইউ

অভিবাসন প্রত্যাশী শরণার্থী সংকট মোকাবিলায় জরুরি বৈঠকে বসছে ইইউ

অভিবাসন প্রত্যাশী শরণার্থী সংকট মোকাবিলায় আগামী দুই সপ্তাহের মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইউনিয়নভুক্ত ২৮ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা আগামী ১৪ সেপ্টেম্বর সঙ্কট উত্তরণের পথ খুঁজতে এই জরুরি বৈঠকে বসবেন।

ইইউ এর বর্তমান সভাপতি দেশ লুক্সেমবার্গ এক বিবৃতিতে জানিয়েছে, অভিবাসী সংকট অন্য যেকোনো সময়ের তুলনায় সংকটজনক হয়ে উঠেছে।

এদিকে, ইইউয়ের প্রভাবশালী রাষ্ট্র ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স বলছে, ইটালি ও গ্রিসে পৌছনো মাত্রই অভিবাসীদের তালিকাভুক্ত করা হবে এবং তাদের আঙুলের ছাপ নেয়ার ব্যবস্থা করা হবে।

এছাড়া প্রতিদিনই বিভিন্ন দেশ থেকে আসা বহু অভিবাসীদের মধ্য থেকে কিছু মানুষকে নিজের দেশে ফেরত পাঠানোর প্রয়োজনে ‘সেফ কান্ট্রিজ অফ ওরিজিন’ বা ‘নিরাপদ দেশ থেকে আসা’ দেশের একটি তালিকা ইইউ-এর থাকা দরকার বলে মনে করে এই দেশ তিনটি।

নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশ ইটালিতে পৌঁছানোর চেষ্টায় নৌকা ডুবে গত সপ্তাহে শতাধিক অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।

অস্ট্রিয়ায় একটি পরিত্যক্ত লরিতে পাওয়া গেছে ৭১ জনের লাশ, যাদের মধ্যে শিশুও রয়েছে। অস্ট্রিয়াতেই আরেকটি ভ্যান থেকে উদ্ধার করা হয়েছে ২৬ অভিবাসীকে।

গত এক মাসে রেকর্ড এক লাখ সাত হাজার ৫০০ অভিবাসী বিভিন্ন দেশঘুরে ইউরোপের সীমান্তে পৌঁছেছে। আর এ বছর তিন লাখেরও বেশি মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেছেন বলে জাতিসংঘের তথ্য।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়