হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দিতে অধ্যাদেশ জারি করছে ভারত
বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দিতে অধ্যাদেশ জারি করতে যাচ্ছে ভারত। দেশটির সরকার এ লক্ষ্যে নাগরিকত্ব আইন সংশোধনে সহায়ক অধ্যাদেশ জারির লক্ষ্যে কাজও শুরু করছে। টাইমস অব ইন্ডিয়ার।
প্রাথমিকভাবে বিপুলসংখ্যক ‘বাংলাদেশি হিন্দুকে’ নাগরিকত্ব দেওয়ার জন্যই অধ্যাদেশটি জারি করতে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।
সরকারের ভাষ্য অনুযায়ী, ওই হিন্দু শরণার্থীদের অধিকাংশই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলার সময় সীমান্ত পাড়ি দিয়ে আসাম ও পশ্চিমবঙ্গে আশ্রয় নেয়। এরপর থেকে তারা সেখানে বাস করছে।
প্রস্তাবিত অধ্যাদেশ অনুযায়ী, ২০০৪ সালের আগে থেকে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীরা নাগরিকত্ব লাভের সুযোগ পাবেন।
এদিকে, আশ্রয় নেওয়া হিন্দুদের নাগরিকত্ব দিয়ে মোদির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ওই দুই রাজ্যে আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে লাভবান হবে বলে ধারণা করা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








