News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৮, ৩১ আগস্ট ২০১৫
আপডেট: ০৭:৪১, ১৮ জানুয়ারি ২০২০

যুদ্ধে ভারতেরই ক্ষতি, হুমকি পাক-প্রতিরক্ষামন্ত্রীর

যুদ্ধে ভারতেরই ক্ষতি, হুমকি পাক-প্রতিরক্ষামন্ত্রীর

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ালে ভারত নিজেই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাক-প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা মুহম্মদ আসিফ।

সোমবার সকালে পাক-ভারত সীমান্তের শিয়ালকোটের কুন্দুনপুর গ্রাম পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের কাছে এ হুঁশিয়ারির কথা জানান।

সম্প্রতি দু’দেশেই পাক-ভারত সম্পর্কে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় যে কোনো মুহূর্তে যুদ্ধের সম্ভাবনা তৈরি হওয়াই তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, “পাক-সেনাবাহিনী তাদের দেশ রক্ষা করতে বদ্ধপরিকর। এজন্য তারা তৈরিও হয়ে আছে। তাই যে কোনো সংঘাতে ভারতকেই বড় ধরনের ক্ষতি মেনে নিতে হবে। সীমান্তে ভারতের ‘কাপুরুষোচিত কাজ’ পাকিস্তানবাসীদের আরও দেশপ্রেমী করে তুলেছে।”

ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “ভারতের আসল উদ্দেশ্য এরই মধ্যে প্রকাশ পেয়ে গেছে। ভারত তাদের দেশে ‘সন্ত্রাসবাদ’কে মদত দিচ্ছে। এমনকি ভারত বিনা উস্কানিতে গুলি চালিয়ে সীমান্তে উত্তেজনা তৈরি করে। নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে ভারত সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে।”

পাক-প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, “সেপ্টেম্বর মাসে জেনারেল অ্যাসেম্বলির মিটিংয়ে পাক-প্রধানমন্ত্রী তাদের দেশের ব্যাপারে ভারতের হস্তক্ষেপের যে অভিযোগ তোলেন তা প্রমাণ করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ পাকিস্তানের কাছে আছে।”

উল্লেখ্য, ২৩ আগস্ট পাক-ভারত জাতীয় নিরাপত্তা (এনএসএ) পর্যায়ের বৈঠক বাতিল হয়ে যায়। এরপর থেকেই দু’দেশের কূটনৈতিক অবস্থা আরও খারাপের দিকে এগিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়