জাতীয় ঐক্যের ডাক দিলেন নাজিব রাজাক
বিরোধীদের পদত্যাগের দাবি প্রত্যাখান করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। এসময় ৭০০ মিলিয়ন ডলার হাতিয়ে নেয়ার অভিযোগ নাকচ করেন তিনি। বিবিসি।
মালয়েশিয়ার জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে নাজিব রাজাক বিক্ষোভকারীদের ‘অপরিপক্ক’ বলে মন্তব্য করে বলেন, একটি গণতান্ত্রিক দেশে মত প্রকাশের ক্ষেত্রে এই ধরনের বিক্ষোভ সঠিক পন্থা নয়।
উল্লেখ্য, গত শনিবার থেকে রাজধানী কুয়ালালামপুরসহ মালয়েশিয়ার আরও দুটি প্রধান শহরে প্রধানমন্ত্রী পদ থেকে নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছে হাজারো মানুষ। রোববার দ্বিতীয় দিনেও বিক্ষোভে উত্তাল ছিল দেশটি। বিক্ষোভে যোগ দেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদও।
দ্বিতীয় দিনের কর্মসূচিতে যোগ দিতে অনেকেই রাস্তায় শুয়ে রাত্রিযাপন করেন। দেশটির সাবেক সরকার প্রধান ও জাতীয় নেতা মাহাথির মোহাম্মদ উপস্থিত জনতাকে ‘কর্মসূচি চালিয়ে যাওয়ার’ নির্দেশ দেন। কিছুদিন আগেই এ বিষয়টি নিয়ে নিজের ব্লগে রাজাকের সমালোচনা করেছিলেন মাহাথির। সে সময় ‘অনাস্থা ভোটের’ দাবি জানিয়েছিলেন তিনি।
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল থেকে ৭০ কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগে গত শনিবার থেকে দুই দিনের বিক্ষোভ শুরু করে মানবাধিকার সংগঠন বেরসিহ (মালয় শব্দটির অর্থ ‘পরিষ্কার’)।
জাতীয় দিবস উপলক্ষে এক ভাষণে রাজাক বলেন, গণবিক্ষোভ অপরিপক্বতার প্রতীক। দেশের অধিকাংশ মানুষ তাঁর সরকারকে সমর্থন করে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘সবার মনে রাখা উচিত, ঐক্যবদ্ধ না থাকলে সংহতি ও একতা হারাব।’
বিক্ষোভকারীদের প্রতি হুঁশিয়ারিও দেন রাজাক। এর আগে উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদি বিক্ষোভের আয়োজকদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দেন।
বিক্ষোভের দ্বিতীয় দিনে সকাল থেকে বিক্ষোভকারীরা পরিকল্পনামতো হলুদ শার্ট পরে কুয়ালালামপুরের ইনডিপেনডেন্স স্কয়ারে নতুন করে জড়ো হতে থাকে। পুলিশ বিভিন্ন সড়কের মুখ অবরোধ করে ওই স্কয়ার ও এর আশপাশে বিক্ষোভকারীদের জড়ো হতে বাধা দেয়।
পুলিশের কঠোর অবস্থান সত্ত্বেও প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। বিক্ষোভকারীরা রাজাকের বিকৃত ছবি, কার্টুন ও তাঁর পদত্যাগের দাবিসংবলিত স্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করে।
এদিকে, এ ঘটনায় নাজিব রাজাকের ভূমিকার সমালোচনা করা উপ-প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে। একইসাথে তদন্তে জড়িত থাকা অ্যাটর্নি জেনারেল পদেও পরিবর্তন আনা হয়। বদলি করা হয় তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও।
উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের রাজনৈতিক দল বারিসান ন্যাশনাল দলটি স্বাধীনতার পর থেকে প্রায় ৫৮ বছর ধরে রাষ্ট্রক্ষমতায় আছে। তবে সাম্প্রতিক নির্বাচনে এর জনপ্রিয়তায় ভাটা লক্ষ্য করা গেছে। সমালোচকদের মতে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দলটির ঔদ্ধত্যই এর জন্য দায়ী।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








