অস্ট্রিয়ায় উদ্ধারকৃত তিন শিশু ও তাদের পরিবার হাসপাতাল থেকে গায়েব
উদ্ধারকৃত অভিবাসন প্রত্যাশী শরণার্থী তিন সিরীয় শিশু ও তাদের পরিবার হাসপাতাল থেকে গায়েব হয়ে গেছে বলে অস্ট্রিয়ার পুলিশ জানিয়েছে। এক থেকে পাঁচ বছর বয়সী ও্ই শিশুদের মধ্যে দুটি মেয়ে একটি ছেলে।
শিশুদের ও তাদের পরিবারকে ২৬ অভিবাসন প্রত্যাশী শরণার্থীর সঙ্গে একটি ছোট আকারের ভ্যানের মধ্য থেকে উদ্ধার করা হয়েছিল। গুরুতর পানিশূন্যতা দেখা দিলে গত শুক্রবার ব্রুনোর এক হাসপাতালে তাদের ভর্তি করা হয়।
অস্ট্রিয়ায় একটি পরিত্যাক্ত লরিতে ৭১ অভিবাসন প্রত্যাশী শরণার্থীর মরদেহ পাওয়ার একদিন পরই একটি ছোট লরির ভেতর থেকে এই ২৬ জনকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় অভিবাসন প্রত্যাশী শরণার্থী সংকট নিয়ে জরুরি আলোচনার আহবান জানিয়েছে কয়েকটি ইউরোপীয় দেশ।
অস্ট্রিয়ার পুলিশ জানিয়েছে, জর্মান সীমান্তবর্তী শহর ব্রুনোয় গত শুক্রবার ওই লরি ও তার চালককে আটক করা হয়। লরিটির পেছনে বাতাস ও স্থানের স্বল্পতার মধ্যেই তাদের ঠাসাঠাসি করে ঢোকানো হয়েছিল।
উদ্ধারকৃতদের মধ্যে ছিলেন সিরিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের নাগরিক। গুরুতর অসুস্থ ও প্রায় অচেতন অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে।
বিবিসির বেথানি বেল জানান, তারা এবং তাদের পরিবার রোববার দিনের যে কোন সময় হাসপাতাল থেকে গায়েব হয়ে যায়। তারা জার্মান সীমান্ত পার হয়ে যেতে পারেন, বা হাঙ্গেরিতে ফিরে যেতে পারেন বলে কর্তৃপক্ষের ধারণা।
নিউজবাংলাদেশ.কম/এসজে/এজে
নিউজবাংলাদেশ.কম








