কর্ণাটকে শিক্ষাবিদকে গুলি করে হত্যা
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত শিক্ষাবিদ ও যুক্তিবাদী এম এম কালবার্গিকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। রোববার সকালে নিজ বাড়িতেই তাকে হত্যা করা হয়। তাকে কয়েকটি উগ্র হিন্দু সংগঠন হত্যার হুমকি দিয়েছিল প্রায় বছরখানেক আগে। টাইমস অব ইন্ডিয়া।
পুলিশের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে রাজ্যের ধারওয়াড় শহরে নিজের বাড়িতেই অবস্থান করছিলেন কালবার্গি। কলিং বেলের শব্দে দরজা খোলার সঙ্গে সঙ্গে কালবার্গিকে গুলি করা হয়। গুরুতর অবস্থায় তাকে জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ধারওয়াড়র শহর পুলিশ কমিশনার রবিন্দ্র প্রসাদ বলেছেন, এ বিষয়ে মামলার তদন্তের দায়িত্ব বিশেষ বাহিনীকে দেওয়া হবে।
এম এম কালবার্গি হাম্পি শহরের কানাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন। চারশরও বেশি গবেষণাপত্র রয়েছে তার। গত বছর ধর্মীয় কিছু বিষয়ে মন্তব্যের কারণে তাকে হুমকি দেয় কয়েকটি হিন্দু সংগঠন। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল থানায় মামলা করে তাকে গ্রেফতারের দাবিও জানায় সেসময়।
হুমকির প্রেক্ষিতে কালবার্গিকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করে কর্ণাটক সরকার। সম্প্রতি এ নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়ার আহ্বান জানান তিনি। এ আহ্বানের প্রেক্ষিতে নিরাপত্তা তুলে নেওয়ার কয়েকদিনের মধ্যেই হত্যা করা হলো তাকে।
এর আগে, গত মাসে মহারাষ্ট্রের কোলহাপুর শহরে খুন হন গোবিন্দ পানসারে নামের একজন সমাজকর্মী। এছাড়া ২০১৩ সালে পুনেতে খুন হন লেখক ও যুক্তিবাদী নরেন্দ্র দাভোলকড়। এসব হত্যাকাণ্ডের পেছনেও উগ্র হিন্দু মৌলবাদী সংগঠনগুলোকে দায়ী বলে মনে করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








