পুঁজিবাদের দাসত্বের অবসান ঘটাবে আইএসের স্বর্ণমুদ্রা!
জঙ্গি গোষ্ঠি ইসলামি স্টেট ( আইএস) এক নতুন ভিডিওতে নিজেদের স্বর্ণমুদ্রার খবর জানিয়েছে। স্বর্ণ, রৌপ্য ও তামা দিয়ে তিনধরণের মুদ্রা তৈরি করেছে আইএস।
পশ্চিমা গণমাধ্যমে বলা হয়েছে, প্রায় এক ঘন্টার ওই প্রচারণামূলক ভিডিওতে বিশ্ব-অর্থনীতির ইতিহাসকে বিকৃত করে উপস্থাপন করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামি জঙ্গি গোষ্ঠিটি। ডেইলি মেইল।
ভিডিওটি হলিউডের যুদ্ধের সিনেমার মতো নাটকীয় বলে উল্লেখ করে ডেইলি মেইল জানায়, ১৯৩৪ সালের গোল্ড রিজার্ব আইনের বলে মার্কিন কর্তৃপক্ষ আমেরিকানদের প্রকৃত সম্পদ বাজেয়াপ্ত করেছে বলে আইএস ওই প্রচারণামূলক ভিডিওতে অভিযোগ করেছে।
নতুন মুদ্রার জয়গান গেয়ে জঙ্গি সংগঠনটি ডলারকে ছুড়ে ফেলতে আহবান জানিয়েছে। এই নতুন মুদ্রা পুঁজিবাদের দাসত্ব থেকেও মুক্তি এনে দেবে বলে জিহাদিদের দাবি। তবে, আইএস কেন এখনও তার জঙ্গী বন্দুকধারী সদস্যদের ডলারে বেতন দিয়ে থাকে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








