News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৩, ২৭ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:৫১, ২২ জানুয়ারি ২০২০

লরির মধ্যে দম আটকে ৫০ জনের মৃত্যু

লরির মধ্যে দম আটকে ৫০ জনের মৃত্যু

অস্ট্রিয়ায় পূর্বাঞ্চলে পার্ক করা লরির মধ্য থেকে অন্তত ৫০ অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তারা দম বন্ধ হয়ে মারা গেছেন বলে বৃহস্পতিবার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। গার্ডিয়ান।

ক্রোন পত্রিকার বরাত দিয়ে গার্ডিয়ান জানায়, নয়েসিডল এবং পার্নডর্ফের সংযোগ সড়কে আজ সকালে রাস্তার ধারে পড়ে থাকা একটি লরি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। লরিটি বন্ধ ও পরিত্যক্ত অবস্থায় পার্নডর্ফের কাছাকাছি স্থানে পার্ক করা ছিল।

সড়কে কর্মরতরা লরিটিকে পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। পরে, গোয়েন্দারা বন্ধ লরির ভেতর ৫০টি মৃতদেহ উদ্ধার করে। ওই লরির চালককে খোঁজা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোহানা মিকিল-লাইটনার এ ঘটনায় এক সংবাদ সম্মেলনে মানব পাচারের নিন্দা করে বলেন, আজ একটি কালো দিন। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অস্ট্রিয়া জিরো টলারেন্স দেখাবে বলে তিনি জানান।

নিউজবাংলাদেশ.কম/এসজে/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়