News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৭, ২৭ আগস্ট ২০১৫
আপডেট: ০৭:৪২, ১৮ জানুয়ারি ২০২০

সাবেক পাক প্রধানমন্ত্রী গিলানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সাবেক পাক প্রধানমন্ত্রী গিলানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দেশটির একটি বিশেষ আদালত। বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় সন্ত্রাসবিরোধী একটি আদালত এই পরোয়ানা জারি করেন।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা গিলানির সঙ্গে দলের আরেক নেতা মাখদুম আমিন ফাহিমের বিরুদ্ধেও একই পরোয়ানা জারি করা হয়েছে বলে ডনের খবরে জানানো হয়েছে।

বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের (টিডিএপি) কয়েক কোটি রুপি কেলেঙ্কারি নিয়ে ১২টি মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) এ দুজনের বিরুদ্ধে আজই আদালতে অভিযোগপত্র দাখিল করে। পিপিপির সাবেক দুই নেতাসহ টিডিএপির সাবেক ও বর্তমান কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধেও বিভিন্ন দুর্নীতির যোগসাজশের অভিযোগ আনা হয়েছে।

এর আগে আদালত গিলানি ও ফাহিমকে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছিলেন। কিন্তু তাঁরা তা অমান্য করেছেন।আজ শুনানিতে আদালত কেন্দ্রীয় তদন্ত সংস্থার দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে তাঁদের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ১০ সেপ্টেম্বর পরবর্তী শুনানিতে তাঁদের গ্রেফতার করে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।

এর আগে গতকাল বুধবার করাচিতে এক সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ঘনিষ্ঠ সহযোগী অসিম হোসাইনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়