সমুদ্রের উচ্চতা ৩ ফুট পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, হারিয়ে যাবে অনেক দেশ
সারাবিশ্বেই সমুদ্রের উচ্চতা বিপজ্জনক হারে বাড়ছে। আগামী একশ থেকে দুই’শ বছরের মধ্যে এ উচ্চতা তিন ফুট (এক মিটার) বা তার চেয়ে বেশি বাড়তে পারে। এ উচ্চতা বৃদ্ধির হার কিছুতেই এড়ানো যাবে না বলে নাসার বিজ্ঞানীরা দাবি করেছেন। এর ফলে হারিয়ে যেতে পারে প্রশান্ত মাহসাগরীয় অঞ্চলের অনেক দেশ ও শহর।
মার্কিনভিত্তিক মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাম্প্রতিক স্যাটেলাইট তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বুধবার এই ভবিষ্যৎবাণী করেছেন। এনডিটিভি।
বিজ্ঞানীরা জানান, গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকায় বরফ খণ্ড আগের যে কোন সময়ের চেয়ে দ্রুত গলে যাচ্ছে। পাশাপাশি, সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথেই আগের চেয়ে দ্রুত সমুদ্র বিস্তারিত হচ্ছে।
নাসার আর্থ সায়েন্স ডিভিশনের পরিচালক মিশেল ফ্রিলিচ বলেন, “সারাবিশ্বেই সমুদ্রের উচ্চতা বৃদ্ধির সুস্পষ্ট প্রভাব দেখা যাচ্ছে। প্রায় দেড়শ মিলিয়ন মানুষ, বিশেষত এশিয়ায় ইতিমধ্যেই সমুদ্রের এক মিটার পরিমাণ উচ্চতার মধ্যেই অবস্থান করছেন।”
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মতো নিম্নাঞ্চলসহ সিঙ্গাপুর এবং টোকিওর মতো বড় শহরও সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যেতে পারে।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কিছু দেশ একেবারেই হারিয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির ফলে আগামী বছরগুলোতে বিশ্বের উপকূলীয় এলাকাগুলো একেবারেই অন্যরকম হয়ে যাবে। এ বিষয়ে প্রাপ্ত তথ্য উপস্থাপন করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি সাংবাদিকদের এমনটাই জানিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসজে/এজে
নিউজবাংলাদেশ.কম








