News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৮, ২৭ আগস্ট ২০১৫
আপডেট: ০০:২৩, ২০ জানুয়ারি ২০২০

তিয়ানজিনে বিস্ফোরণের ঘটনায় ১২জন গ্রেফতার

তিয়ানজিনে বিস্ফোরণের ঘটনায় ১২জন গ্রেফতার

চীনের বন্দর নগরী তিয়ানজিনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ১২জনকে গ্রেফতার করেছে পুলিশ। দু’সপ্তাহ আগে তিয়ানজিনে ভয়াবহ ওই বিস্ফোরণে ১৩৯ জন নিহত হয়।

বৃহস্পতিবার বার্তা সংস্থা সিনহুয়া ওই বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন ১২ জনকে গ্রেফতারের কথা জানায়।সূত্র: বিবিসি, সিনহুয়া।

সিনহুয়ার খবরে বলা হয়, এই বিস্ফোরণের ঘটনায় রাসায়নিক দ্রব্যের কারখানার চেয়ারম্যান ও সিনিয়র ব্যবস্থাপকগণসহ আনুষ্ঠানিকভাবে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি।

গত ১২ আগস্টের ওই বিস্ফোরনের ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৩৪ জন, যাদের বেশির ভাগই অগ্নিনির্বাপক কর্মী। আর এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫০০ মানুষ।কমপক্ষে ১৭ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গৃহহীন হয়েছেন ছয় হাজার মানুষ। এ অবস্থায় ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু করেছে ক্ষতিগ্রস্তরা।

এদিকে বিক্ষোভে ক্ষতিগ্রস্তরা কয়েক দফা বিক্ষোভ করেছে। রুইহাই কোম্পানি জানিয়েছে, বিস্ফোরণ স্থলে তাদের তিনটি আবাসিক কমপ্লেক্স ছিল, যার অধিকাংশই বিধ্বস্ত হয়েছে। তারা নিজেরাও চরম ক্ষতিগ্রস্ত বলে দাবি করেছে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়