সিঙ্গাপুরে পালিত হচ্ছে স্বাধীনতার ৫০ বছর পূর্তি
নগররাষ্ট্র সিঙ্গাপুরে ব্যাপক উদযাপনের মধ্য দিয়ে রোববার পালিত হচ্ছে স্বাধীনতার ৫০ বছর পূর্তি। দিবসটি পালনে অগণিত লাল ও সাদা ফেস্টুনে সজ্জিত হয়েছে নগররাষ্ট্রটি।
স্বাধীনতার পূর্তি উদযাপনে জঙ্গিবিমানের ফ্লাইপাস্ট এবং দুই লাখ লোকের উপস্থিতিতে আঁতশবাজি পোড়ানো উপভোগ করবে সিঙ্গাপুরবাসী। দিবসটি উপলক্ষে অতিরিক্ত একদিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
বিষুব রেখার উত্তরের ৫৫ লাখ অধিবাসীর এই দ্বীপরাষ্ট্রটি ১৯৬৫ সালে মালয়েশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল। তারপর থেকে গত ৫০ বছরে সিঙ্গাপুর বিশ্বের অন্যতম প্রধান ব্যবসা কেন্দ্রে পরিণত হয়ে অন্যান্য জাতিগুলোর জন্য একটি সামাজিক আদর্শ হয়ে দাঁড়িয়েছে।
সিঙ্গাপুরের জাতীয় দিবসের এই অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী ওয়ারেন ট্রাস উপস্থিত থাকবেন।
সরকারিভাবে উদযাপনের লোগো হিসেবে ‘লাল বিন্দু’ নির্ধারণ করা হয়েছে। বলা হয়ে থাকে, ১৯৯০-র দশকে এক ইন্দোনেশীয় নেতা তাচ্ছিল্যভরে সিঙ্গাপুরকে মানচিত্রের একটি ‘ছোট লাল বিন্দু’ বলে উল্লেখ করেছিলেন।
এই লাল বিন্দুর পাশে সাদা ‘এসজি৫০’ লেখা অক্ষরগুলো দেশব্যাপী লাগানো ব্যানারগুলোতে, পাবলিক বাসগুলোতে, কেক এবং দোকানগুলোর অন্যান্য পণ্যগুলোতেও শোভা পাচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








