News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৭, ৯ আগস্ট ২০১৫
আপডেট: ০৫:৫৭, ১৮ জানুয়ারি ২০২০

রেডিও স্টেশনে সরকার বিরোধী সাংবাদিককে গুলি করে হত্যা

রেডিও স্টেশনে সরকার বিরোধী সাংবাদিককে গুলি করে হত্যা

ব্রাজিলে একজন রেডিও সাংবাদিককে তার স্টুডিওতে ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি ক্ষমতাসীনদের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। পুলিশ মনে করছে রাজনৈতিক কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

গ্লেইডসন কারবালহো নামের ওই সাংবাদিকের শরীরে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে পাঁচটি গুলি করা হয়। এর মধ্যে তার মাথায় তিনটি ও পেটে দুটি গুলি বিদ্ধ হয়।

ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য সেয়ারার ক্যামোসিম শহরের বাসিন্দা কারবালহোকে গত বৃহস্পতিবার গুলি করে হত্যা করা হয়। এরপর খুনী একটি মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। মোটরসাইকেল নিয়ে তার সঙ্গী অপর দৃর্বৃত্ত বাইরে অপেক্ষা করছিলো।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শহরের পুলিশ প্রধান হেবার্ট সিলভা জানান, খুনীরা রেডিও স্টেশনের দরোজায় এসে জানায় যে তারা কিছু খবর জানাতে চায়। স্টুডিওর লোকজনকে তারা বলে একটি হামলার ঘটনা তারা জানাতে এসেছে। ভেতরে ঢুকে তারা জানতে চায় স্টুডিওতে কে আছে? এরপর লোকজন স্টুডিওর দরোজা খুলে দিলে খুনী লোকটা গ্লেইডসন কারবালহোকে হত্যা করে চলে যায়।

এ সময় রেডিওর একজন সাউন্ড ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে থাকলেও তার ওপর গুলি করা হয়নি।

এ ঘটনায় দেশটির নিরাপত্তাবাহিনী একজন সন্দেহভাজনকে চিহ্নিত করতে পেরেছে বলে জানা গেছে। তবে পুলিশ বলছে তারা এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটিও জব্দ করেছে।

ব্রাজিলের বেশকিছু মিডিয়া জানিয়েছে, কারবালহোকে কয়েকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। তিনি স্থানীয় সরকারের দুর্নীতির বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন।

প্রসঙ্গত, লাতিন আমেরকিায় সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় ব্রাজিলের অবস্থান তৃতীয়। ২০০০ থেকে ২০১৪ সালের মধ্যে এখানে ৩৮ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। তালিকায় ব্রাজিলের উপরে থাকা দেশ দুটি হচ্ছে মেক্সিকো ও হন্ডুরাস। এছাড়া কলম্বিয়াও সাংবাদিকদের জন্য কম বিপজ্জনক নয়।

নিউজবাংলাদেশ.কম/একে/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়