অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে একমত ইরান ও জাপান
দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে রোববার এক বৈঠকে একমত হয়েছে ইরান ও জাপান। তেহরানে দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পবিষয়ক উপমন্ত্রী দাইশিরো ইয়ামাগিওয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে ইরান সফরে রয়েছেন। প্রতিনিধি দলে জাপানের তেল গ্যাস, ব্যাংক ও বীমাখাতের পরিচালকরাও রয়েছেন।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ওয়ালিওল্লাহ সাইফ জাপানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন।
জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি এ সংক্রান্ত বাধা অপসারণের উপর গুরুত্বারোপ করে বলেন, বিনিয়োগের অনেক সুযোগ ও অবকাঠামোগত সামর্থ্য ইরানের রয়েছে। অন্যদিকে জাপানের আছে অগ্রসর শিল্প ও প্রযুক্তি। জাপান যদি ইরানে বিনিয়োগ করে, তাহলে এ অঞ্চলের বিরাট বাজারে অত্যাধুনিক শিল্পপণ্য সরবরাহ সম্ভব হবে।
ব্যাংক অব ইরান গভর্নরের বক্তব্যকে স্বাগত জানিয়ে দাইশিরো ইয়ামাগিওয়া বলেন, ইরানের প্রস্তাব সংশ্লিষ্ট জাপানি মন্ত্রণালয়ে পৌছে দেয়া হবে।
এসময় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ছয় ক্ষমতাধর দেশের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ক চুক্তিকে সাধুবাদ জানান জাপানি উপমন্ত্রী। তিনি বলেন, ঐতিহাসিক এ চুক্তি যে সুযোগ সৃষ্টি করেছে, তাকে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে কাজে লাগানো যায়।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয় ইউনিয়নের নিষেধাজ্ঞা চলার সময়ও জাপানের কেন্দ্রীয় ব্যাঙ্কের সঙ্গে ইরানের আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক ও সহযোগিতা অটুট ছিল।
এদিকে জাপানের ২৮টি কোম্পানির প্রতিনিধিরা রোববার ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ ও জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী দাইশিরো ইয়ামাগিওয়ার বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিদের নেতৃত্ব দেন।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








