News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০২, ৯ আগস্ট ২০১৫
আপডেট: ০৫:৫৭, ১৮ জানুয়ারি ২০২০

আফগানিস্তানে আত্মঘাতি বোমায় নিহত ২৯

আফগানিস্তানে আত্মঘাতি বোমায় নিহত ২৯

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। এবিসি নিউজ।

শনিবার রাতে এ হামলা হয় বলে রোববার জানিয়েছেন আফগান কর্মকর্তারা।

প্রাদেশিক গভর্নর হায়াতুল্লাহ আমিরি বলেছেন, “শনিবার রাতে খান আবাদ জেলায় সরকারপন্থী বেসামরিক বাহিনী ও বেসামরিকদের এক আড্ডাস্থলে এক জঙ্গি হামলাটি চালিয়েছে। এতে বেসামরিক বাহিনীটির ২৫ সদস্য ও চার বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।”

নিহতদের মধ্যে সরকারপন্থী নেতা আব্দুল কাদিরও রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

জঙ্গিগোষ্ঠী তালেবানের মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ হামলার দায় স্বীকার করে গণমাধ্যমে মেইল পাঠিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়