নাগাসাকিতে মার্কিন পারমাণবিক হামলার ৭০ বছর
জাপানের নাগাসাকি শহরে চালানো যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক বোমা হামলার ৭০ বার্ষিকী পালিত হচ্ছে রোববার।
১৯৪৫ সালের ৯ আগস্ট নাগাসাকি শহরে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক বোমা হামলায় শহরের ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। এছাড়া পঙ্গুত্ব বা ক্ষত শরীর নিয়ে বেঁচে থাকেন অনেকে; তবে যন্ত্রণা তাদের চিরসঙ্গী হয়।
ঘটনার ৭০তম বার্ষিকীর স্মরণ অনুষ্ঠান শুরু হয় এক মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে। এরপর নাগাসাকির মেয়র এবং জাপানের প্রধানমন্ত্রী বক্তব্য দেন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র নাগাসাকিতে বোমা ফেললেও, এটি তাদের লক্ষ্যবস্তু ছিল না। হামলা চালানোর সময় মূল লক্ষ্যবস্তু কোকুরা শহর ছিল মেঘে ঢাকা, ফলে বিকল্প লক্ষ্য হিসেবে এই শহরে বোমা ফেলা হয়। এর মাত্র তিন দিন আগে হিরোশিমায় প্রথম পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র।
নিউজবাংলাদেশ.কম/এসজে/এজে
নিউজবাংলাদেশ.কম








