পারস্য উপসাগর ছাড়ছে মার্কিন রণতরী
দুই মাসের জন্য পারস্য উপসাগর ছেড়ে চলে যাচ্ছে মার্কিন রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট।
মার্কিন নৌবাহিনী ঘোষণা করেছে, আসন্ন শরৎকালে বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট পারস্য উপসাগর ছেড়ে চলে যাবে। প্রায় দুই মাসের মতো মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকবে না এ রণতরী।
আর ২০০৭ সালের পর এই প্রথম পারস্য উপসাগরে সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও পেন্টাগনের কোনো রণতরীই থাকছে না।
ইরাক ও সিরিয়ায় আইএসআইএল বিরোধী হামলায় অংশ নিচ্ছে এ বিমানবাহী রণতরী। এ রণতরী না থাকলে অভিযানে সমস্যা হবে বলে দাবি করেছেন মার্কিন নৌবাহিনীর শীর্ষ এক কর্মকর্তা।
কথিত আছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের সরকারকে উৎখাতের লক্ষ্যে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএকে গড়ে তোলে যুক্তরাষ্ট্র। ২০১২ সালে জর্দানে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সহযোগিতায় এ গোষ্ঠীকে সৃষ্টি করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








