বিমান দুর্ঘটনায় লাদেনের সৎ মা ও বোন নিহত
ইংল্যান্ডে বিমান দুর্ঘটনায় আল-কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনের সৎ মা এবং বোন নিহত হয়েছেন। ব্যক্তিগত বিমানে করে তারা ইংল্যান্ডেই যাচ্ছিলেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় নগরী হ্যাম্পশেয়ারের ব্ল্যাকবুশ বিমান বন্দরে অবতরণের সময়ে তাদের ব্যক্তিগত জেট বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় ওই বিমানের চার আরোহীই নিহত হন। এদের একজন পাইলট, অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনায় এমব্রেয়ার ফেনম ৩০০ জেট বিমানটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। নামার চেষ্টা করার সময় এমব্রেয়ার ফেনম ৩০০ জেট বিমানটি ছিটকে রানওয়ের বাইরে চলে যায় এবং গাড়ি পার্ক করার জায়গায় গিয়ে পড়ে। জেদ্দার সালেম অ্যাভিয়েশনের মালিকানাধীন দুর্ঘটনা কবলিত ৭০ লাখ পাউন্ড স্টারলিং মূল্যের বিমানটি ব্রাজিলের তৈরি। সালেম অ্যাভিয়েশনের মালিক বিন লাদেনের পরিবার বলে জানা গেছে।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








