News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১৮, ১৩ আগস্ট ২০১৯
আপডেট: ০৫:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০২০

অনুমতি ছাড়া ঢাকায় ড্রোন ওড়ানো নিষেধ

অনুমতি ছাড়া ঢাকায় ড্রোন ওড়ানো নিষেধ

ঢাকা মহানগরীতে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় ব্যক্তি বা গোষ্ঠী বিনোদনের জন্য বা ছবি ধারণের জন্য বা অজ্ঞাত কারণে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বিভিন্ন ধরনের ড্রোন উড্ডয়ন করে থাকেন। যে কোন ধরনের ড্রোন উড্ডয়নের জন্য অনুমতি দেয়ার বিষয়টি সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের এখতিয়ারভুক্ত। কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ড্রোন উড্ডয়ন আইনত দণ্ডনীয় অপরাধ। 

তাছাড়া, অননুমোদিত ড্রোন উড্ডয়ন জননিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করাসহ জনমনে ভীতির সঞ্চার করতে পারে। এমতাবস্থায়, জননিরাপত্তা অক্ষুণ্ন রাখার লক্ষ্যে ঢাকা মহানগরীতে অননুমোদিতভাবে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হলো। কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ড্রোন উড্ডয়ন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।'

নিউজবাংলাদেশ.কম/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়