সূক্ষ্ম মেডিক্যাল রোবট-হাত তৈরি করেছেন চীনা গবেষকরা

ছবি: ইন্টারনেট
চীনা গবেষকেরা তৈরি করেছেন এমন এক ক্ষুদ্র রোবট, যার আকার মানুষের চুলের চেয়েও ছোট- মাত্র ৪০ মাইক্রোমিটার। রোবটটি দেখতে মানুষের হাতের মতো।
মেডিক্যাল রোবটটি কাজও করবে হাতের মতো। কোষ ধরা, বহন করা এবং ছেড়ে দেওয়া- এই তিন কাজ করতে পারবে এটি। সম্প্রতি গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ইন্টারন্যাশনাল জার্নাল অব এক্সট্রিম ম্যানুফ্যাকচারিংয়ে।
মাইক্রো-রোবটটি তৈরি করেছেন চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের টেকনিক্যাল ইনস্টিটিউট অব ফিজিকস অ্যান্ড কেমিস্ট্রির গবেষকেরা। এ কাজে তারা ব্যবহার করেছেন ফেমটোসেকেন্ড লেজার ডাইরেক্ট রাইটিং প্রযুক্তি। এর মাধ্যমে একাধিক উপাদান ও মডিউল এক সাথে বসানো সম্ভব হয়েছে।
রোবটটির দুটি বিশেষ অংশ রয়েছে- পিএইচ-সংবেদনশীল ‘হাত’, যা অ্যাসিড বা ক্ষারীয় অবস্থায় খুলে বা বন্ধ হয়। আছে চৌম্বক প্রতিক্রিয়াশীল ‘পরিবহন মডিউল’, যা চৌম্বক ক্ষেত্রের নির্দেশে সহজেই দিক পরিবর্তন করতে পারে।
অ্যাসিডিক পরিবেশে রোবটের ‘হাত’ বন্ধ হয়ে কোষ বা কণা ধরে ফেলে, আর ক্ষারীয় অবস্থায় ওই বাহু খুলে কণাটি ছেড়ে দিতে পারে।
গবেষকেরা বলছেন, ভবিষ্যতে এই ক্ষুদে রোবট ব্যবহার করা যাবে শরীরের নির্দিষ্ট অংশে ওষুধ সরবরাহ, কোষ নিয়ন্ত্রণ ও পরিবেশ পরিশোধনের মতো কাজে।
সূত্র: সিএমজি
নিউজবাংলাদেশ.কম/এমএএইচ/এনডি