৬ মাসে ভারত ১০ বিলিয়ন ডলারের আইফোন রপ্তানি করেছে

ছবি: ইন্টারনেট
অ্যাপল ভারত থেকে আইফোন রপ্তানির ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানির পরিমাণ ১০ বিলিয়ন ডলার বা প্রায় ৮৮ হাজার ৭৩০ কোটি রুপি ছুঁয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫.৭১ বিলিয়ন ডলার বেশি। প্রবৃদ্ধি ৭৫ শতাংশ।
সেপ্টেম্বর মাসে নতুন আইফোন আসার অপেক্ষায় ক্রেতাদের কেনাকাটা সাধারণত কমে যায়। আর সেই সেপ্টেম্বর মাসেই অ্যাপল ভারত থেকে ১ দশমিক ২৫ বিলিয়ন ডলারের ডিভাইস রপ্তানি করেছে।
ইউটিউবের ভিডিও নির্মাতাদের ভবিষ্যৎ হুমকির মুখে: মিস্টারবিস্ট
এটি গত বছরের একই মাসের ৪৯০ মিলিয়ন ডলারের তুলনায় ১৫৫ শতাংশ বেশি। নতুন উন্মোচিত হওয়া আইফোন ১৭ সিরিজের দেশীয় বাজারে প্রবল চাহিদা সত্ত্বেও, ভারতীয় কারখানাগুলো দক্ষতার সঙ্গে বিশ্ববাজারে সরবরাহ অব্যাহত রেখেছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, দুটি নতুন কারখানা চালু হওয়ায় অ্যাপলের রপ্তানি বৃদ্ধি পেয়েছে।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস।
নিউজবাংলাদেশ.কম/এমএএইচ/এনডি