News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৯, ২৪ জানুয়ারি ২০২৫
আপডেট: ১২:২৫, ২৪ জানুয়ারি ২০২৫

হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস এখন দেখা যাবে ফেসবুক ও ইনস্টাগ্রামে

হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস এখন দেখা যাবে ফেসবুক ও ইনস্টাগ্রামে

ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপের সাথে ইনস্টাগ্রাম ও ফেসবুক আইডি যুক্ত করার ফিচার চালু করতে যাচ্ছে মেটা। নতুন এই ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপে দেওয়া স্ট্যাটাস কেউ তার ইনস্টাগ্রাম ও ফেসবুক আইডিতে সরাসরি পোস্ট করা যাবে। ফলে আলাদা করে ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে নতুন স্ট্যাটাস পোস্ট করতে হবে না।

কারও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকলেও অনুসরণ করা ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ দেওয়া স্ট্যাটাসগুলো ইনস্টাগ্রাম ও ফেসবুকে দেখা যাবে। এর ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী নিজের বিভিন্ন স্ট্যাটাস বর্তমানের তুলনায় বেশিসংখ্যক ব্যক্তির কাছে পৌঁছানোর সুযোগ পাবেন।

মেটার দেওয়া তথ্য অনুসারে,  নতুন এই ফিচার চালুর জন্য মেটার অ্যাকাউন্ট সেন্টারের সঙ্গে হোয়াটসঅ্যাপের লিংক সিংক  করার কাজ চলছে। এ কার্যক্রম শেষ হলে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস সরাসরি ইনস্টাগ্রাম ও ফেসবুকে পোস্ট করা যাবে। তবে এই ফিচার চালু করা বা বন্ধের সুযোগ পাওয়া যাবে। এর ফলে ব্যবহারকারীরা নিজের প্রয়োজন অনুযায়ী হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসগুলো ইনস্টাগ্রাম ও ফেসবুকে পোস্ট করতে পারবেন। শিগিরই এই সুবিধা চালু হবে বলে ইন্ডিয়া টুডে সূত্রে জানা গেছে

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়