বিপিও খাতে গতিশীলতা আনবে প্রিয় পে
ছবি: সংগৃহীত
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান প্রিয় ইনকরপোরেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তি বাস্তবায়ন হলে বাক্কো সদস্যদের জন্য আন্তর্জাতিক লেনদেন আরও সহজ, দ্রুত এবং সাশ্রয়ী হবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাক্কো।
চুক্তিতে স্বাক্ষর করেন প্রিয় ইনকরপোরেশনের চিফ অপারেটিং অফিসার পাইক ইকবাল হোসেন এবং বাক্কো’র ভাইস প্রেসিডেন্ট তানজিরুল বাসার। এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে বিপিও ও ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য প্রিয় পে প্ল্যাটফর্ম চালু করা হবে।
আরও পড়ুন:টেলিযোগাযোগ খসড়ায় অশ্লীল বার্তা ও বিরক্তিকর ফোনে কঠোর সাজা
এই অংশীদারিত্বের আওতায় বাক্কো’র সদস্য প্রতিষ্ঠানগুলো বিশেষ সুবিধা পাবে, যার মধ্যে রয়েছে—এক বছরের জন্য বিনামূল্যে ইউএসডি অ্যাকাউন্ট, ইনকামিং এসিএইচ ট্রান্সফারে কোনও চার্জ ছাড়াই লেনদেনের সুবিধা, সর্বোচ্চ ১০টি পর্যন্ত ব্যবসায়িক ডেবিট কার্ড বিনামূল্যে প্রদান এবং ডেডিকেটেড কি-অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সেবা। এই উদ্যোগটি বাংলাদেশের বিপিও ও আইটিইএস কোম্পানিগুলোর আন্তর্জাতিক আর্থিক লেনদেনকে আরও স্বচ্ছ ও নির্বিঘ্ন করবে।
উভয় প্রতিষ্ঠান যৌথভাবে এই উদ্যোগটি বাক্কো’র সদস্য প্রতিষ্ঠানের মধ্যে প্রচার করবে। প্রিয় ইনকরপোরেশন বাক্কো’র সদস্যদের জন্য একটি বিশেষ কুপন কোড প্রদান করবে, যার মাধ্যমে সদস্যরা সহজেই এই সেবাগুলোর সুবিধা নিতে পারবেন।
নিউজবাংলাদেশ.কম/এমএএইচ/এনডি








