News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩৭, ১৩ অক্টোবর ২০২৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, আক্রান্ত ৮৫৭

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, আক্রান্ত ৮৫৭

ফাইল ছবি

সারাদেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩ জনে। একই সময়ে নতুন করে ৮৫৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এবং নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রবিবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে সোমবার (১৩ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই তথ্য সংগ্রহ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৩৮ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪৫ জন, বরিশাল বিভাগে ১৬৩ জন, ঢাকা বিভাগে ১৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ৮৭ জন, রাজশাহী বিভাগে ৭৬ জন, খুলনা বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৩৯ জন, রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৫ হাজার ৪১৬ জন রোগী। এর মধ্যে ৫২ হাজার ৫৬১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০ জনের, ফেব্রুয়ারিতে ৩ জন, মার্চে কোনো মৃত্যু হয়নি, এপ্রিল মাসে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন এবং সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ ৭৬ জনের মৃত্যু হয়েছে। চলতি অক্টোবর মাসে এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সিটি কর্পোরেশনগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞরা এডিস মশার বিস্তার রোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়