২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৫৬
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৫৬ জন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ১০৫ জনে অপরিবর্তিত রয়েছে।
বুধবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরে ১১৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০ জন, চট্টগ্রাম বিভাগে ৬৮ জন, বরিশাল বিভাগে ৬০ জন, খুলনা বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ২০ জন, সিলেট বিভাগে ৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে নতুন করে কেউ ডেঙ্গু আক্রান্ত হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৭ হাজার ৪৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে পুরুষ ৬২ জন এবং নারী ৪৩ জনসহ মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ৩৮০ জন হাসপাতালে, মৃত্যু শূন্য
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৬৪ জন। বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে ১ হাজার ৩০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৪৫৩ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ২০৩ জন ভর্তি রয়েছেন।
এছাড়া ময়মনসিংহে ৩০, চট্টগ্রামে ২০৬, খুলনায় ৭৬, রাজশাহীতে ৯৯, রংপুরে ১২, বরিশালে ২১২ এবং সিলেটে ১১ জন রোগী চিকিৎসাধীন আছেন।
এদিকে, একই সময়ে দেশে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি বা মারা যাননি। ফলে দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৭২৬ জন এবং মৃতের সংখ্যা ৩১ জনে অপরিবর্তিত রয়েছে। গত ৪ দিন ধরে দেশে নতুন করে কোনও করোনা রোগী শনাক্ত হয়নি এবং ৩ আগস্টের পর নতুন করে কারও মৃত্যু হয়নি।
নিউজবাংলাদেশ.কম/পলি








