News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:০৭, ১৮ আগস্ট ২০২৫

২৪ ঘণ্টায় ৩৮০ জন হাসপাতালে, মৃত্যু শূন্য

২৪ ঘণ্টায় ৩৮০ জন হাসপাতালে, মৃত্যু শূন্য

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৮০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

সোমবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৬ হাজার ৭৫৮ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট ১০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ২৭৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ৪২১ জন এবং বাকি ৮৫৬ জন ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। 

ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন জেলায় ভর্তি রোগীর সংখ্যা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৬ জন, বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৭ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩১ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৪ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪ জন, সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫৬ জন। চলতি বছরে মোট ২৫ হাজার ৩৭৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছর ডেঙ্গু সংক্রমণের একটি বিশদ চিত্র তুলে ধরেছে স্বাস্থ্য অধিদপ্তর। 
প্রতি মাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা:

  • জানুয়ারি: আক্রান্ত ১,১৬১ জন, মৃত্যু ১০ জন
  • ফেব্রুয়ারি: আক্রান্ত ৩৭৪ জন, মৃত্যু ৩ জন
  • মার্চ: আক্রান্ত ৩৩৬ জন, মৃত্যু নেই
  • এপ্রিল: আক্রান্ত ৭০১ জন, মৃত্যু ৭ জন
  • মে: আক্রান্ত ১,৭৭৩ জন, মৃত্যু ৩ জন
  • জুন: আক্রান্ত ৫,৯৫১ জন, মৃত্যু ১৯ জন
  • জুলাই: আক্রান্ত ১০,৬৮৪ জন, মৃত্যু ৪১ জন
  • আগস্ট (এখন পর্যন্ত): আক্রান্ত ৫,৭৭৮ জন, মৃত্যু ২২ জন

এই বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পুরুষ রোগীর সংখ্যা ৬২.৪% এবং নারী রোগীর সংখ্যা ৩৭.৬%।

গত বছর অর্থাৎ ২০২৪ সালে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়