নীল ছিল লাল গ্রহ মঙ্গল
ঢাকা: একসময় পৃথিবীর মতোই ছিল মঙ্গল। আকার-আকৃতিতে ছিল তুলনামূলক ছোট, সিক্ত ও নীলাভ। প্রায় চারশ কোটি বছর আগে এরকমই ছিল আজকের রুক্ষ্ম, লাল ধূলোর এই গ্রহটি।
বিজ্ঞানীরা মঙ্গলকে নিয়ে যতই কাটাছেঁড়া করছেন ততই উঠে আসছে নানান প্রশ্ন, জাগছে কৌতূহল।
মঙ্গলে পানির অস্তিত্ব ছিল এটা এখন নিশ্চিত। কিন্তু কতটা ছিল তা জানা যায়নি এতদিন। সম্প্রতি জার্নাল সায়েন্স পত্রিকায় প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গল গ্রহের উত্তর গোলার্ধে জলের পরিধি পৃথিবীর অতলান্তিক মহাসাগরের মতো বিস্তৃত ছিল।
নাসার গোডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের বিজ্ঞানী ও লেখক গ্যারোনিমো ভিলানিউভার গবেষণা থেকে জানা গেছে, দুই কোটি বর্গ কিলোমিটার জুড়ে ছিল জল মঙ্গলে।
গ্যারোনিমো ও তার দল ছয় বছর ধরে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন মঙ্গলের বায়ুস্তরে জলকণার বৈশিষ্ট্য নিয়ে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








