রণবীর-ক্যাটরিনার বিয়ে নিয়ে গুঞ্জন
ঢাকা: রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফ জুটির বিয়ে নিয়ে গুঞ্জন চলছে বহু আগ থেকেই। এবার সেই গুঞ্জনের পালে আরেকটু হাওয়া লাগালেন ক্যাটরিনা নিজে। সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে নিজেকে কাপুরদের একজন হিসেবে দাবি করছেন তিনি।
হোয়াটসঅ্যাপে সম্প্রতি ‘দ্য কাপুরস’ নামে একটি গ্রুপ খুলেছেন ক্যাটরিনা। এই গ্রুপের সদস্য হিসেবে আছেন রণবীরের বাবা-মা ঋষি কাপুর ও নিতু কাপুর, বোন রিধিমা কাপুর সাহনি এবং ক্যাটরিনার মা সুজান টরেকায়েট।
ক্যাটরিনা নিজে কেবল এই গ্রুপের সদস্যই নন, এই গ্রুপের অ্যাডমিনও বটে।
সম্প্রতি দিল্লিতে ‘ফিতুর’ সিনেমার শুটিংয়ের সময় রণবীরের বোন রিধিমার সঙ্গে দেখা করার জন্য সময় বের করেছিলেন ক্যাটরিনা। আর এখন ক্যাটরিনা ও তার মায়ের ‘কাপুর’ পরিবারের অন্তর্ভুক্ত হওয়া। সবিকছুই যেন, রণবীর-ক্যাটরিনা জুটির বিয়ের দিকেই ইঙ্গিত করছে।
নিউজবাংলাদেশ.কম
নিউজবাংলাদেশ.কম








