‘ওয়ার ২’-এ ভরাডুবি, ১০ দিনে আয় ২১৪ কোটি

ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হৃত্বিক রোশান ও জুনিয়র এনটিআরকে নিয়ে দর্শকের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। কিয়ারা আদভানীও ছিলেন মূল ভূমিকায়। মুক্তির আগে থেকেই ভিএফএক্স নিয়ে সমালোচনার শিকার হলেও আশা ছিল, পর্দায় ঝড় তুলবে ‘ওয়ার ২’। তবে মুক্তির পর ছবিটি আশানুরূপ সাড়া ফেলতে পারেনি।
গত ১৪ আগস্ট মুক্তি পাওয়া অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এ ছবির ব্যবসা ধীরে ধীরে নিম্নমুখী হয়েছে। প্রথম সপ্তাহে শুরুটা ভালো হলেও দ্রুতই ভাটা পড়ে। মুক্তির পর প্রথম সোমবারেই বড় ধাক্কা খায় ছবিটি—সেদিন আয় দাঁড়ায় মাত্র ৮.৭৫ কোটি টাকা, যেখানে আগের দিনই (রবিবার) আয় ছিল প্রায় ৩২.৬৫ কোটি। এরপর আর একবারও দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি দৈনিক ব্যবসা।
দ্বিতীয় শুক্রবার ছবিটি সবচেয়ে খারাপ ফল করে, আয় হয় মাত্র ৪ কোটি। তবে শনিবার কিছুটা ঘুরে দাঁড়িয়ে আয় করে ৬.২৫ কোটি টাকা।
আরও পড়ুন: ৬ শিল্পীর কণ্ঠে ‘নয়নে লাইগাছে যারে’
ট্রেড বিশ্লেষকদের হিসাবে, ১০ দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২১৪.৭৩ কোটি টাকা। সমালোচকদের মতে, চিত্রনাট্যের দুর্বলতা ও অতিরিক্ত ভিএফএক্স নির্ভরতা ছবিটির প্রত্যাশিত সাফল্যে প্রধান অন্তরায় হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি