News Bangladesh

বিনোদন প্রতিবেদক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫০, ২৪ আগস্ট ২০২৫
আপডেট: ২০:০৩, ২৪ আগস্ট ২০২৫

৬ শিল্পীর কণ্ঠে ‘নয়নে লাইগাছে যারে’

৬ শিল্পীর কণ্ঠে ‘নয়নে লাইগাছে যারে’

ছবি: নিউজবাংলাদেশ

আবেগী জাকিরের কথা ও সুরে এবার এক গানে কণ্ঠ দিলেন ছয় শিল্পী। ভিন্ন আয়োজনের এ ডুয়েট গানটির শিরোনাম ‘নয়নে লাইগাছে যারে’। এতে কণ্ঠ দিয়েছেন- রাজিব শাহ্‌, রাজু মন্ডল, হাফিজ বাউলা, আবেগী জাকির, পূর্ণ মিলন ও এস রুহুল।

গানটির সংগীত করেছেন হাফিজ বাউলা। ভিডিও ও এডিট করেছেন মাসুম খান। গানটি মঙ্গলবার (২৫ আগস্ট) এইচবি মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

প্রকাশ উপলক্ষে শিল্পীরা অনুভূতি জানাতে গিয়ে রাজিব শাহ্‌ বলেন: “একই গানে ছয় শিল্পীর কণ্ঠ একসাথে মিশে গেছে, যা বিরল আয়োজন। গানটি করতে গিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে আমার। আশা করি শ্রোতারা গানটিকে আপন করে নেবেন।”

রাজু মন্ডল  বলেন, “এই গানটিতে কাজ করতে গিয়ে এক ধরনের পারিবারিক পরিবেশ পেয়েছি। সবার আন্তরিকতা আমাকে অনুপ্রাণিত করেছে। শ্রোতারা গানটি শুনে ভিন্ন রকম স্বাদ পাবেন।”

হাফিজ বাউলা বলেন, “সংগীতে বৈচিত্র্য আনতে আলাদা কিছু করার চেষ্টা করেছি। একসাথে ছয়জনের কণ্ঠ মেলানো সত্যিই চ্যালেঞ্জিং ছিল। তবুও আমরা মিলেমিশে কাজটি সফলভাবে শেষ করতে পেরেছি।”

আরও পড়ুন: বর্ষার পর এবার চলচ্চিত্র ছেড়ে দেবেন অনন্ত জলিল

আবেগী জাকির বলেন, “আমার লেখা ও সুরে এতজন শিল্পীর একসাথে গাওয়া আমার কাছে স্বপ্ন পূরণের মতো। প্রত্যেকেই আন্তরিকভাবে কণ্ঠ দিয়েছেন। আমি নিশ্চিত গানটি সবার ভালো লাগবে।”

পূর্ণ মিলন  বলেন, “এই গানের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। দলবদ্ধভাবে কাজ করে ভিন্ন এক অভিজ্ঞতা হয়েছে। আশা করছি গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।”

এস রুহুল  বলেন, “ছয় কণ্ঠের মিলনে গানটি অন্যরকম রূপ পেয়েছে। কাজটি করতে গিয়ে নতুন কিছু শিখেছি। শ্রোতারা গানটিতে এক অনন্য স্বাদ খুঁজে পাবেন বলে বিশ্বাস করি।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়