News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৭, ২৩ অক্টোবর ২০২৫

শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শাওনের মা

শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শাওনের মা

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা ও গায়িকা মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শাওন নিজেই তার ফেসবুক পোস্টের মাধ্যমে এই দুঃসংবাদটি নিশ্চিত করেছেন।

শাওন লিখেছেন, নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাবো। ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার মা বেগম তাহুরা আলী পরলোকগমন করেছেন। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের সবাইকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।

তিনি আরও উল্লেখ করেছেন, তার মায়ের জানাজা দুটি স্থানে অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা আজ বৃহস্পতিবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ মাগরিব তেজগাঁও রাহিম মেটাল সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গণে। শাওন সবার প্রতি অনুরোধ করেছেন, তার মায়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন।

বেগম তাহুরা আলী ছিলেন একজন শিক্ষিত, মার্জিত নারী। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পরও তিনি পরিবার ও সন্তানদের প্রতি ছিলেন অত্যন্ত যত্নশীল ও নিবেদিত। মৃত্যুর সময় শাওন ও তার পরিবারের অন্যান্য সদস্যরা তার পাশে ছিলেন।

আরও পড়ুন: শাশুড়ির ভাড়া করা কিলারের হাতে সালমান শাহর মৃত্যু

মেহের আফরোজ শাওন দেশের একজন বহুমুখী শিল্পী হিসেবে পরিচিত। তিনি একাধারে অভিনেত্রী, গায়িকা, নির্মাতা ও লেখক। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী হিসেবে তিনি সাংস্কৃতিক অঙ্গনে বিশেষভাবে খ্যাতি অর্জন করেছেন।

শাওনের মা বেগম তাহুরা আলী জামালপুর থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছেন—১৯৯৬–২০০১ ও ২০০৯–২০১৪ সালে।

মায়ের মৃত্যুর খবরে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে শাওনের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। অভিনেত্রী দীপা খন্দকার, নির্মাতা সানি সানোয়ারসহ অনেকেই সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

এর আগে গত জুন মাসের শেষ দিকে শাওন তার মায়ের অসুস্থতার খবর দিয়েছিলেন। 

শাওনের সেই পোস্টে বলা হয়েছিল, আমার আম্মু ইউনাইটেড হাসপাতালের হৃদযন্ত্রের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (সিসিইউ)-তে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। গত ১৫ ঘণ্টায় দুইবার বড় ধরনের হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছে! আমরা তাকে প্রায় হারিয়ে ফেলেছিলাম।

শাওন এই পোস্টের মাধ্যমে পুনরায় সবার কাছে প্রার্থনা করেছেন, দয়া করে তাকে আপনার দোয়ায় স্মরণ রাখবেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়