News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫০, ১ অক্টোবর ২০২৫

প্রশাসনের অনুমতি না মেলায় জেমসের কনসার্ট স্থগিত

প্রশাসনের অনুমতি না মেলায় জেমসের কনসার্ট স্থগিত

জেমস। ছবি: সংগৃহীত

মেহেরপুরে একটি ক্লাবের উদ্বোধন উপলক্ষে আয়োজিত জেমসের কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। প্রশাসনের অনুমতি না মেলায় আয়োজনটি এগিয়ে নেওয়া সম্ভব হয়নি বলে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে। ফলে কনসার্টের সব ধরনের প্রচারণা ও টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে।

ক্লাব কর্তৃপক্ষ জানায়, গত ২৫ সেপ্টেম্বর থেকেই কনসার্টসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ রয়েছে। মাত্র তিন দিন সীমিত সংখ্যক টিকিট বিক্রি হয়েছিল এবং ক্রেতাদের নাম ও ফোন নম্বর সংরক্ষণ করা হয়েছে। টিকিট রিফান্ডের সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে এবং সে সময় গণমাধ্যমকে উপস্থিত রাখারও আশ্বাস দেওয়া হয়েছে।

ক্লাবটি আরও জানায়, ২৫ সেপ্টেম্বরের পর থেকে কোনো টিকিট বিক্রি হয়নি। কেউ যদি এখন কনসার্টের নামে টিকিট বিক্রি করে, তা প্রতারণা ছাড়া আর কিছু নয় এবং এ বিষয়ে সূর্য ক্লাব কোনো দায় নেবে না।

আরও পড়ুন: দুর্গাপূজায় একসঙ্গে রানি-কাজল

তাই দর্শকদের কাউকে টিকিট না কেনার জন্য সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়