News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৮, ৩০ সেপ্টেম্বর ২০২৫

দুর্গাপূজায় একসঙ্গে রানি-কাজল

দুর্গাপূজায় একসঙ্গে রানি-কাজল

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব মানেই কলকাতায় উৎসবের ঢল, আর তারই অন্যতম কেন্দ্রবিন্দু মুখার্জি পরিবারের পূজা। এবারও সেই ঐতিহ্যের ব্যতিক্রম হয়নি। তবে এবারের পূজা ছিল আবেগে ভরা—প্রয়াত দেব মুখার্জির অনুপস্থিতিতে প্রথমবার আয়োজক হিসেবে পূজার দায়িত্ব নিয়েছেন তার পুত্র, বলিউড পরিচালক অয়ন মুখার্জি।

এই আবহেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন বলিউড তারকা কাজল ও রানি মুখার্জি। বহুবার মুখার্জি বাড়ির পূজায় একসঙ্গে দেখা গেছে তাদের, তবে এবার তাদের আগমন যেন ফিরিয়ে আনল এক টুকরো অতীতের স্মৃতি।

পূজার প্রথম দিনেই কাজলকে দেখা যায় অফ-হোয়াইট শাড়ি ও লাল ব্লাউজে, আর রানি মুখার্জিকে দেখা যায় সাদা জামদানি শাড়িতে। পরিপাটি সাজ, মুখে হালকা টিপ, অল্প গয়না আর স্বাভাবিক হাসিতে দুজনই মুগ্ধ করেন ভক্তদের।

প্যান্ডেলে প্রতিমার সামনে বসে একসঙ্গে প্রার্থনা করেন তাঁরা। ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ছবি তোলাতেও ছিল আন্তরিকতা ও উষ্ণতার ছোঁয়া। মুহূর্তটিকে দেখে অনেকেই মনে করলেন, যেন ফিরে এসেছে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর অঞ্জলি ও টিনার সেই হারানো বন্ধুত্বের স্মৃতি।

আরও পড়ুন: বিজয়ের বাড়িতে বোমা হুমকি

রানি মুখার্জি ছিলেন শুধু অতিথি নন, বরং আয়োজক হিসেবেও ছিলেন সক্রিয়। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পূজার নানা আয়োজনের দেখভালে তাঁর সরব উপস্থিতি চোখে পড়েছে। আর কাজলও রানির পাশে থেকে পারিবারিক ঐতিহ্যের এই মিলনমেলায় যুক্ত হয়েছেন হৃদয়ের টানে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়