News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩০, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বিজয়ের বাড়িতে বোমা হুমকি

বিজয়ের বাড়িতে বোমা হুমকি

ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ু রাজ্যের কারুর জেলায় শনিবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) সমাবেশে পদদলনের ঘটনায় ৪১ জনের মৃত্যু এবং প্রায় ১০০ জনের আহত হওয়ার ঘটনায় থালাপাতি বিজয় ও তার দলের চারপাশে নিরাপত্তাজনিত উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সমাবেশের সময় অতিরিক্ত ভিড় ও উত্তাপের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে অন্তত ৪১ জন প্রাণ হারান, যার মধ্যে রয়েছেন ১৮ জন নারী, ১৩ জন পুরুষ, পাঁচ মেয়ে শিশু এবং পাঁচ ছেলে শিশু। আহতদের মধ্যে স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন প্রায় ১০০ জন।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিজয় সমাবেশে দেরিতে পৌঁছান, যার কারণে দীর্ঘ সময় ধরে উপস্থিত মানুষ অপেক্ষা করতে বাধ্য হন। 
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো গোয়েন্দা ত্রুটি ছিল না।

বিজয় ঘটনাস্থল ত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিবৃতি দিয়ে নিহতদের পরিবারকে ২০ লাখ রুপি করে এবং আহতদের জন্য ২ লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দেন। 

তিনি লিখেছেন, এই অর্থ অবশ্যই ক্ষতির তুলনায় খুব সামান্য, তবু পরিবারের একজন হিসেবে আমার কর্তব্য হলো আপনাদের পাশে দাঁড়ানো। 

এছাড়া তিনি ঘটনাটিকে ‘অপূরণীয় ক্ষতি’ আখ্যা দিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন: নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুতে রাজনীতিতে পদার্পণ করা দক্ষিণী সুপারস্টার অভিনেতা থালাপাতি বিজয় সমালোচনার মুখে পড়েছেন। মৃত ও আহতদের পরিবারকে সান্ত্বনা দিতে ঘটনাস্থলে অনুপস্থিত থাকায় তাকে বিভিন্ন মহল থেকে সমালোচনা করা হয়েছে। 

টিভিকের পক্ষ থেকে বলা হয়েছে, বিজয় এতটাই শোকে মুষড়ে পড়েছেন যে, ঘটনার পর থেকে তিনি কিছুই খাননি।

পদদলনের ঘটনায় ভারতীয় পুলিশ মামলা করেছে। এতে টিভিকে দলের দুই শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে। 

সূত্র জানায়, এ ঘটনায় সিবিআই বা আদালতের তত্ত্বাবধানে স্বাধীন তদন্ত চাওয়া হয়েছে। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) আদালতে শুনানি হওয়ার পর বিজয় ও ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে দেখা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এতে সতর্কতা জারি করে চেন্নাই পুলিশ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিজয়ের বাসভবনে বোমা হামলার হুমকির খবর পায়। নীলাঙ্কারাইয়ের ইস্ট কোস্ট রোডে অবস্থিত তার বাসভবনে হুমকির সংবাদ পাওয়ার পর পুলিশ দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে। বোমা নিষ্ক্রিয়করণ দল ও প্রশিক্ষিত কুকুর নিয়ে বাসভবনে তল্লাশি চালানো হয়।

পুলিশ জানায়, বাড়ির প্রতিটি অংশ খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে যাতে কোনো সম্ভাব্য ঝুঁকি না থাকে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গাড়ি তল্লাশিও চলছে। তদন্তকারীরা যাচাই করছেন, পদদলনের পর উদ্ভূত বিতর্কের সঙ্গে হুমকির কোনো যোগসূত্র আছে কি না।

টিভিকে থেকে প্রকাশিত এক পোস্টে বিজয় ৫১ বছর বয়সে মৃত ও আহত ব্যক্তিদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

তিনি লিখেছেন, আমার হৃদয় ভেঙে গেছে। এই অসহনীয় যন্ত্রণার কথা ভাষায় বর্ণনা করা যায় না। করুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়