News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০০, ২৪ আগস্ট ২০২৫

বর্ষার পর এবার চলচ্চিত্র ছেড়ে দেবেন অনন্ত জলিল

বর্ষার পর এবার চলচ্চিত্র ছেড়ে দেবেন অনন্ত জলিল

বর্ষা ও অনন্ত জলিল। ছবি: সংগৃহীত

কিছুদিন আগে চিত্রনায়িকা বর্ষা ঘোষণা দেন চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর। কারণ হিসেবে তিনি জানান, সন্তানরা বড় হচ্ছে; তারা মাকে পর্দায় দেখলে কেমন ভাববে, সেই চিন্তা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এবার একই পথে হাঁটার ইঙ্গিত দিলেন তার স্বামী ও চিত্রনায়ক অনন্ত জলিল। এক সাক্ষাৎকারে তিনি জানান, হাতে থাকা কাজগুলো শেষ করেই হয়তো চলচ্চিত্র থেকে বিদায় নেবেন।

অনন্ত বলেন, “আমার ছেলেরা ইসলামিক পড়াশোনা করছে। বাবা-মা সিনেমা করে—এটা ভালো দেখায় না।”

তিনি আরও জানান, তার বড় ছেলে এখন পর্যন্ত ৮ পারা হাফেজ, আর ছোট ছেলে দ্বিতীয়বারের মতো কোরআন খতম দিয়েছে। অনন্ত বলেন, “যখন বর্ষা প্রথমবার প্রেগন্যান্ট হয়, তখনই নিয়ত করি আমাদের সন্তানদের মুফতি বানাবো। ভবিষ্যতে মদিনায়ও পড়াশোনা করানোর পরিকল্পনা আছে।”

আরও পড়ুন: আবারও ফিরছে কোক স্টুডিও বাংলা

স্ত্রী বর্ষার সিদ্ধান্ত প্রসঙ্গে অনন্ত বলেন, “যেহেতু ছেলেরা ইসলামিক ও জেনারেল—দুই ধারাতেই পড়ছে, তখন তাদের মায়ের সিনেমা করা তাদের ভালো লাগবে না। আমিও চাইব না, ওরা ইসলামিক পড়াশোনা করবে আর আমি সিনেমা করি। হাতে থাকা কয়েকটি কাজ শেষ করে এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

উল্লেখ্য, অনন্ত–বর্ষা অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ ছবির কাজ বর্তমানে ৭০ ভাগ শেষ হয়েছে। ছবিটি শিগগিরই মুক্তির পরিকল্পনা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়