আবারও ফিরছে কোক স্টুডিও বাংলা
এক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছে কোক স্টুডিও বাংলা। জনপ্রিয় এই মিউজিক প্ল্যাটফর্মের তৃতীয় মৌসুমের পরবর্তী গান প্রকাশ পাবে আগামী ২৩ আগস্ট।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০২৪ সালের ১৩ এপ্রিল ১৮০ জন সুরকার ও শিল্পীর অংশগ্রহণে শুরু হয়েছিল কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুম। ইতিমধ্যে তিনটি গান প্রকাশিত হয়েছে। সর্বশেষ গান ‘অবাক ভালোবাসা’ প্রকাশিত হয় গত বছরের ২৫ মে। এরপর থেকে দীর্ঘ বিরতিতে ছিল অনুষ্ঠানটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৌসুমের বাকি সময়ে আরও ছয়টি গান প্রকাশ করা হবে। এতে দেশের তারকা শিল্পীদের পাশাপাশি থাকবেন উদীয়মান প্রতিভারাও। থাকছে সৃজনশীলতার বৈচিত্র্য, প্রাণবন্ত পরিবেশনা ও চমকপ্রদ আয়োজন।
কোকাকোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু–উন নাহার বলেন, “আবারও শ্রোতাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। শুরু থেকেই কোক স্টুডিও বাংলা বাংলাদেশের সংগীত ও সংস্কৃতির ঐতিহ্যকে সবচেয়ে সৃজনশীলভাবে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। সিজনের বাকি অংশে থাকছে বেশ কিছু অসাধারণ মুহূর্ত, যা আমরা দর্শকদের সামনে তুলে ধরার অপেক্ষায় আছি।”
মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণব বলেন, “এই সিজনে প্রতিভাবান শিল্পীদের একত্র করা হয়েছে। তাঁরা মিলে দারুণ কিছু সৃষ্টি করেছেন। প্রতিটি গান তৈরির সময় আমরা যে আবেগ ও আনন্দ পেয়েছি, শ্রোতারাও তা অনুভব করবেন বলে বিশ্বাস করি।”
আরও পড়ুন: কোনো রাজনৈতিক দলে নেই: শাকিব খান
নতুন গানগুলো প্রকাশিত হবে স্পটিফাই এবং কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে। ফলে বাংলাদেশের সংগীত আবারও দেশের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হবে।
২০২২ সালে যাত্রা শুরু করা কোক স্টুডিও বাংলার প্রথম মৌসুমে প্রকাশিত হয়েছিল ১০টি গান। সেই মৌসুমই প্ল্যাটফর্মটিকে দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ পরিচিতি এনে দেয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








