News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২৪, ২০ আগস্ট ২০২৫

কোনো রাজনৈতিক দলে নেই: শাকিব খান

কোনো রাজনৈতিক দলে নেই: শাকিব খান

ছবি: সংগৃহীত

বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন সরকারের অধীনে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। 

এমন পরিস্থিতিতে ১৫ আগস্টের ফেসবুক পোস্ট নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। 

তবে এ বিষয়ে বুধবার (২০ আগস্ট) সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

শাকিব খান তার সাক্ষাৎকারে বলেন, আমি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না। আমাকে রাজনীতিতে জড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু সিনেমার কথা ভেবে সচেতনভাবে তা এড়িয়ে গেছি। 

তিনি আরও জানান, বিগত সময়ে আমাকে রাজনৈতিক লোকদের মাধ্যমে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে, যা সংবাদমাধ্যমের কল্যাণে কারো অজানা থাকার কথা নয়।

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শোক জানিয়ে শাকিব খান ফেসবুকে একটি পোস্ট দেন। এই পোস্টের পর তাকে কালচারাল ফ্যাসিস্টের তকমা দেওয়া হয় এবং তার পোস্ট ঘিরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। 

আরও পড়ুন: শাকিবের বিপরীতে রুপালি পর্দায় রোমান্সে তিশা

শাকিব খান বলেন, জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের নাম, সম্মান এবং ত্যাগ শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এটা থেকে আমাদের বিরত থাকা উচিত। যারা আমাদের দেশ ও মানুষের জন্য জীবনের সর্বস্ব দিয়েছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।

শাকিব খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করা উচিত। তাদের স্মরণে শ্রদ্ধা প্রদর্শন কোনো রাজনৈতিক দলের সীমাবদ্ধতায় আবদ্ধ থাকা উচিত নয়। 

তিনি আরও জানান, আমাদের দেশে সব সেক্টরে সংস্কার কাজ চলছে। বিশ্বাস ছিল আমাদের ভাবনাতেও সংস্কার প্রতিফলিত হবে।

বর্তমানে শাকিব খান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ছোট ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং ব্যক্তিগত কিছু কাজ করছেন। কাজ শেষ করে দেশে ফিরবেন এবং ফিরেই নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন।

শাকিব খানের এই বক্তব্য তার রাজনৈতিক অবস্থান ও ব্যক্তিগত জীবন সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করে। তিনি তার পোস্টের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের কথা বলেছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়