ফারুকীর সুস্থতায় দোয়া চাইলেন তিশা
ছবি: সংগৃহীত
সরকারি সফরে কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়ে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে শনিবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে বিমানবাহিনীর মেডিকেল হেলিকপ্টার (এয়ার অ্যাম্বুলেন্স)যোগে ঢাকায় আনা হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন এবং আপাতত আশঙ্কামুক্ত।
ফারুকীর অসুস্থতার খবর প্রথম প্রকাশ করেন তার স্ত্রী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্ট্যাটাসে তিনি জানান, মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের চাপের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক জানান, হঠাৎ ফুড পয়জনিংয়ের কারণে উপদেষ্টার ডিহাইড্রেশন হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর কিছুটা স্বাভাবিক অবস্থা ফিরে আসে, তবে সন্ধ্যার পর অবনতি হলে তিনি ঢাকায় ফিরে আসেন।
আরও পড়ুন: তিশার উদ্দেশে শাওনের বার্তা ‘নাটক কম করো, পিও’
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, রাত সাড়ে ১২টার দিকে ফারুকীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে স্যালাইন দেওয়া হয়েছে এবং প্রাথমিক কিছু পরীক্ষার রিপোর্ট ভালো এসেছে।
তিনি জানান, কাজের চাপ, খাবারে অনিয়ম এবং পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েন।
ফারুকীর কক্সবাজার সফরের মূল উদ্দেশ্য ছিল জেলা পর্যায়ে সংস্কৃতি কেন্দ্র “সংস্কৃতি হাব” ও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কিউরেশন সংক্রান্ত কর্মশালায় অংশগ্রহণ করা। অসুস্থতার কারণে তার সমস্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব জানান, অবশিষ্ট সব কর্মসূচি বাতিল করা হয়েছে।
ফারুকী ২০১০ সালের ১৬ জুলাই নুসরাত ইমরোজ তিশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি কন্যাসন্তান রয়েছে।
বর্তমানে হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা সংক্রান্ত আরও তথ্য প্রকাশ করা হয়নি। চিকিৎসকরা পর্যবেক্ষণ অব্যাহত রেখেছেন এবং পরবর্তী আপডেটে তার শারীরিক অবস্থা জানানো হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








