News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৮, ১৬ অক্টোবর ২০২৫

এইচএসসি ২০২৫: গড় পাস ৫৮.৮৩%, এগিয়ে মেয়েরা

এইচএসসি ২০২৫: গড় পাস ৫৮.৮৩%, এগিয়ে মেয়েরা

ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে প্রকাশ করা হয়েছে। 

নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, পরীক্ষার জন্য মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অংশ নেননি।

ঢাকা বোর্ডে পাসের হার ৬৪.৬২%, রাজশাহীতে ৫৯.৪০%, কুমিল্লায় ৪৮.৮৬%, যশোরে ৫০.২০%, চট্টগ্রামে ৫২.৫৭%, বরিশালে ৬২.৫৭%, সিলেটে ৫১.৮৬%, দিনাজপুরে ৫৭.৪৯% এবং ময়মনসিংহে ৫১.৫৪%। মাদরাসা বোর্ডে পাসের হার ৭৫.৬১% এবং কারিগরি বোর্ডে ৬২.৬৭%।

আরও পড়ুন: ৪৪ বছর পর চাকসুতে ফিরল ছাত্রশিবির, এজিএস ছাত্রদলের তৌফিক

জিপিএ–৫ প্রাপ্তির সংখ্যা মোট ৬৯ হাজার ৯৭ জন। ২০২৪ সালে এটি ছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। 

ড. খন্দোকার এহসানুল হক জানান, পাসের হার ও জিপিএ–৫ দুই ক্ষেত্রেই মেয়েরা এগিয়ে।

ফলাফল জানার জন্য শিক্ষার্থীরা অনলাইনে  www.educationboardresults.gov.bd, মাদরাসা বোর্ডের জন্য bmeb.gov.bd, কারিগরি বোর্ডের জন্য bteb.gov.bd ব্যবহার করতে পারেন। এছাড়া প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল https://eboardresults.com/v2/home থেকে ডাউনলোড করা যাবে। মোবাইলে SMS এর মাধ্যমে ফল জানার জন্য ১৬২২২ নম্বরে নির্দিষ্ট কোড পাঠাতে হবে।

ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে https://rescrutiny.eduboardresults.gov.bd
 থেকে। সরাসরি বোর্ডে আবেদন গ্রহণ করা হবে না।

ঢাকা বোর্ডের সভাপতিত্বে বকশীবাজারে ফলাফল নিয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল হক, যেখানে উপস্থিত ছিলেন ঢাকা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়