হাসিনা-খালেদাকে ক্ষমা চাইতে বললেন জাফরুল্লাহ
ঢাকা: মুক্তিযোদ্ধা আইয়ুব খানের আত্মহত্যার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্ষমা চাইতে বললেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা পরিচালক ড. জাফরুল্লাহ চৌধুরী।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি দুই নেত্রীর প্রতি এ আহ্বান জানান। বীর মুক্তিযোদ্ধা আইয়ুব খানের আত্মহত্যা ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও ভাসানী অনুসারী পরিষদ।
প্রধান অতিথির বক্তব্যে ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, “আমাদের আবেদন থাকবে, আমাদের এ ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন মুক্তিযোদ্ধা আইয়ুব খানের পরিবারের সঙ্গে দেখা করেন। একইভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও যেন আইয়ুব খানের পরিবারের সঙ্গে দেখে করে ক্ষমা চান।”
তিনি আরো বলেন, “মুক্তিযোদ্ধা আইয়ুব খানের আত্মহত্যা ঘটনায় হাইকোর্টের এক নম্বর বিচারককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠনেরও আহ্বান জানাচ্ছি আমি।”
জাফরুল্লাহ চৌধুরী বলেন, “জাতির বিবেকের কাছে একটাই প্রশ্ন, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশের এই অবস্থান কাদের অবদানে? এটা মুক্তিযোদ্ধাদের অবদান। আজকে একজন মুক্তিযোদ্ধা কতটুকু অসম্মানিত হলে আত্মহত্যা করেন? এ লজ্জার জাতির, এ লজ্জা সমগ্র বাংলাদেশের মানুষের।”
তিনি বলেন, “মুক্তিযোদ্ধারা টাকার জন্য নয়, ব্যবসার জন্য নয়, বাকস্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। আমরা আজকে রাস্তায় নেমে এসেছি জাতির বিবেককে স্মরণ করিয়ে দিতে।”
আইয়ুব খানের আত্মহত্যার ঘটনায় একটি তদন্ত হয়েছে উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, “এ তদন্ত চাতুরি মাত্র। আমাদের আবেদন থাকবে, হাইকোর্টের এক নম্বর বিচারককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হোক। এরপর আইয়ুব খানের আত্মহত্যার ঘটনার তদন্ত করা হোক।”
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজীজ উলফাতের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা সাদেক খান ও আবুল হোসেনসহ মুক্তিযোদ্ধা দলের অন্যান্য নেতারা।
উল্লেখ, ৭ জুলাই মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব খান (৬২) তোপখানা রোডের একটি হোটেলে বিষপান করে আত্মহত্যা করেন।
নিউজবাংলাদেশ/আরআর/এটিএস
নিউজবাংলাদেশ.কম