News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০১, ১১ জুলাই ২০১৫
আপডেট: ১৯:০২, ১৯ জানুয়ারি ২০২০

পদদলনে নিহত হওয়ার ঘটনায় এসআই বরখাস্ত

পদদলনে নিহত হওয়ার ঘটনায় এসআই বরখাস্ত

ঢাকা: জাকাত আনতে গিয়ে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ শহরের দুই নম্বর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার তথ্যটি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেন ময়মনসিংহের পুলিশ সুপার মাঈনুল হক। তিনি জানান, গতকাল শুক্রবার রাতে সাইফুলকে বরখাস্ত করা হয়।

প্রসঙ্গত, শুক্রবার ভোরে ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী সড়কের নুরানি জর্দা কারখানার মালিক শামীম তালুকদার একটি বাড়ি থেকে জাকাতের কাপড় আনতে গেলে অতিরিক্ত ভিড়ের চাপে পদদলনের ঘটনা ঘটে। এতে ২২ জন নারী ও পাঁচশিশু পদদলিত হয়ে নিহত হয়।

উল্লেখ্য, শুক্রবার ভোরে শহরের অতুল চক্রবর্তী রোডে নূরানী জর্দা কারখানায় জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে প্রাণ হারান ২৫ জন। এ ঘটনায় কারখানার মালিক ও তার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামি সকলকেই গ্রেফতার করেছে পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়