News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৬, ১৭ জুন ২০১৫
আপডেট: ১৬:২৮, ১৯ জানুয়ারি ২০২০

ছেলের খুনীরা এবার হত্যা করল বাবাকেও!

ছেলের খুনীরা এবার হত্যা করল বাবাকেও!

ঢাকা: ছেলের খুনীরা এবার বাসায় ঢুকে তার বাবাকেও হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, খুনীদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে না নেওয়ায় তাকে হত্যা করা হয়েছে।

বুধবার বেলা তিনটায় রাজধানীর হাজারীবাগের ২০২১ গণকটুলি লেনে এ ঘটনা ঘটে। নিহত আকতার হোসেন নান্নু (৬০) একটি টেইলার্সে দর্জির কাজ করতেন।  

নিহত আকতারের স্ত্রী জায়েদা বেগম জানান, “গত বছরের ২৯ সেপ্টেম্বর তার কলেজ পড়ুয়া ছেলে জাহিদকে (২২) স্থানীয় সন্ত্রাসী মিলন ও রহমানরা কুপিয়ে হত্যা করে। পরে মিলন ও আবদুর রহমানসহ সাত জনের বিরুদ্ধে মামলা করা হয়।

এ ঘটনার জের ধরে আজ (বুধবার) বিকেলে মিলনসহ কয়েকজন সন্ত্রাসী বাসায় ঢুকে ওই মামলা তুলে নেবার জন্য নান্নুকে হুমকি দেয়। পরে কথা কাটাকাটির একপর্যায়ে তারা ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয় বলে জানান জায়েদা।

পরে অজ্ঞান অবস্থায় নান্নুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এএইচ/এমএম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়