প্রশ্নপত্র ফাঁস, শিক্ষক ও অফিস সহকারীর বিরুদ্ধে মামলা
গাজীপুর: এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের দুই শিক্ষক ও এক অফিস সহকারীর বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মামলাটি দায়ের করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক ড. শ্রীকান্ত কুমার চন্দ।
মামলার বিবরণের বরাত দিয়ে টঙ্গী থানার তদন্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম নিউজবাংলাদেশকে বলেন, “বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার অধীনে রসায়ন ও ইসলামের ইতিহাস বিষয় দুটিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হয় বেলা সাড়ে ১২টায়।”
তিনি বলেন, “পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে প্রশ্নপত্রের বান্ডিল খোলার বিধান রয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক ড. শ্রীকান্ত পরীক্ষা শুরুর প্রায় সোয়া তিন ঘণ্টা আগে সকাল সোয়া ৯টায় সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ কেন্দ্রে ঝটিকা সফরে যান।”
আমিনুল আরো বলেন, “কেন্দ্র সচিবের অফিসে ঢুকে শ্রীকান্ত দেখতে পান, কেন্দ্র সচিবের সামনে বসে তিনজন প্রশ্নপত্রের প্রতিটি সেট (ক,খ,গ,ঘ) খুলে প্রশ্নপত্র ভাঁজ করছেন। তারা হলেন, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল আনসার (৩১), স্কুল শাখার জ্যেষ্ঠ শিক্ষক মশিউল ইসলাম (৪৫) ও অফিস সহকারী আবুল হোসেন (৫০)।”
তদন্ত কর্মকর্তা বলেন, “প্রশ্নপত্র গণনায় প্রতিটি বান্ডিলে দু’একটি প্রশ্নপত্র কম পাওয়া যায়। এ ঘটনায় অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শহিদুল হককে বিবাদী না করা হলেও তার সামনে ঘটনা ঘটেছে বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।”
নিউজবাংলাদেশ/এটিএস
নিউজবাংলাদেশ.কম








