News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩১, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ০৭:২৪, ১৮ জানুয়ারি ২০২০

যুবককে গণধোলাই, ৪ পেট্রলবোমা উদ্ধার

যুবককে গণধোলাই, ৪ পেট্রলবোমা উদ্ধার

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদের ভরতখালি ইউনিয়নের উল্যাবাজার এলাকা থেকে চারটি পেট্রল বোমাসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর দুটার দিকে তাদের আটক করে পুলিশ।

এছাড়া শাহিন নামের যুবককে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

আটককৃতরা হলেন-উল্যাবাজার এলাকার শরিফ মিয়া (২৫),শাহীন মিয়া (৩৫) ও বাবু মিয়া (২৫) এবং আব্দুল জলিল (৪৫)।

স্থানীয়রা জানান, দুপুরে শাহীন লোকজন নিয়ে ভরতখালি ইউনিয়ন পরিষদের একটি পুকুর দখল করতে যান। এসময় স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে সঙ্গীদের নিয়ে শাহীন নিজেদের বাড়িতে আশ্রয় নেন।

পুলিশ খবর পেয়ে শাহীনের বাড়িতে অভিযান চালায়। এ সময় শাহিনের বাড়ি থেকে ৪ টি পেট্রল বোমা পাওয়া গেলে শাহিনসহ তার সঙ্গীদের আটক করে পুলিশ।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়