News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫৯, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ২৩:১৩, ৩ ডিসেম্বর ২০১৯

কাওরান বাজারে জব্দ করা জাটকা এতিমখানায়

কাওরান বাজারে জব্দ করা জাটকা এতিমখানায়

ঢাকা: র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কাওরান বাজারের মাছবাজারে অভিযান চালিয়ে সাড়ে ৭ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছে। পরে এসব জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।  

মঙ্গলবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল হক। এ অভিযানে ১১ মাছ ব্যবসায়ীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন র‌্যাবের বিশেষ আদালত।

মাকসুদুল হক নিউজবাংলাদেশকে বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কাওরান বাজারে মাছবাজারে অভিযান চালিয়ে ৭ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকেই জাটকা বিক্রির অপরাধে ১১ জন ব্যবসায়ীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।’’

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়